এস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা নিয়ে অনেকেই আগ্রহী। বই পড়ে কিংবা ইন্টারনেট আপনার আকাঙ্খা বাড়িয়ে দেয় হয়তো, কিন্তু ঠিক পুরোপুরি তৃপ্তি অনেকেই পান না।
জোতির্বিদ্যা নিয়ে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। তবে এটি আমার পছন্দের বিষয়ের একটি...
আসলে মহাকাশ নিয়ে ভাবতে গেলে প্রথমেই যেটা মনে হয়, ইশ, আমার যদি একটা টেলিস্কোপ থাকত! একটা টেলিস্কোপ আপনি চাইলে কিনতেই পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। অনলাইনে অর্ডার দিয়ে টেলিস্কোপ আনিয়ে নিতে গেলে শিপিং চার্জ ছাড়া খরচ হবে ৩৫ হাজার কিংবা তারও বেশী। বাংলাদেশেই তৈরী টেলিস্কোপও পাওয়া যায়। ঢাকায় স্টেডিয়ামের আশে পাশের দোকানে নাকি ৮-১০ হাজার টাকায় কাঠের ফ্রেমে টেলিস্কোপ পাওয়া যায়। এগুলো ঠিক কিরকম কাজ করবে সে ব্যাপারে কোন ধারণা দিতে পারছি না। যতদূর জানি, অন্তত শনি গ্রহের বলয় আপনি বেশ স্পষ্টই দেখতে পারবেন।
তবে যারা আপাতত টাকা-পয়সা খরচে দ্বিধায় আছেন, তাদের জন্যই আমার এই পোস্ট!
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
প্রথমেই যে এপ্লিকেশনটির কথা বলব, সেটি এন্ড্রয়েডের জন্য। Google Sky Map, বলে নেয়া ভাল এটির আর কোন আপডেট গুগল এখন দেয় না। তবে আপনার ফোনের এক্সেলেরোমিটার, কম্পাস আর জিপিএস যদি সঠিক ভাবে কাজ করে, এপ্লিকেশনটি আপনাকে মহাকাশ নিয়ে অন্যভাবে ভাবাবে নিশ্চয়ই!
এই সফটওয়ারটি দিয়ে আপনি আকাশে কোন দিকে কোন গ্রহ উপগ্রহ, ধূমকেতু, তারা কিংবা গ্যালাক্সী আছে তা নিঁখুতভাবে দেখতে পারবেন। মোবাইল ফোনটিকে আকাশের দিকে তাক করলেই আপনাকে দেখাবে কোন দিকে কোন জ্যোতিষ্কটি রয়েছে। তবে অবশ্যই আপনার ফোনে-কম্পাস, এক্সেলেরোমিটার এবং জিপিএস থাকতে হবে। (ডাউনলোড লিংক নিচে দেয়া আছে)
আর আপনি যদি পিসি বা ল্যাপটপে পুরো মহাকাশই ঘুরে দেখতে চান তো মাইক্রোসফট এর World Wide Telescope আপনার জন্য! এর জন্য অবশ্য আপনাকে অন্তত উইন্ডোজ ভিস্তা বা সর্বশেষ উইন্ডোজ সংস্করণ ব্যবহারকারী হতে হবে, দরকার হবে ইন্টারনেট সংযোগও। সফটওয়্যারটির বিশেষত্ব এই যে, এর মাধ্যমে আপনি আমাদের পুরো সৌরজগতের প্রতিটি গ্রহ একেবারে ত্রিমাত্রিক ছবিতে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। চাইলে বেড়িয়ে আসতে পারবেন ইন্টারস্টেলার স্পেস কিংবা আরও যতদূরে আপনার ইচ্ছা :) বিস্তারিত জানতে পারবেন এই ঠিকানায় www.worldwidetelescope.org
#DOWNLOAD LINKS:
- Google Sky Maps
https://play.google.com/store/apps/details?id=com.google.android.stardroid
-Microsoft Worldwide Telescope (32bit_lite)
http://cdn.worldwidetelescope.org/beta/wwtsetup.legacy.3.1.52.msi
HAPPY EXPLORING!!! :)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন