সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অভ্র দিয়ে বিজয়ের মত বাংলা লিখুন

অনেকেই জানেন, বাংলা লেখার জন্য বর্তমান সময়ের সেরা ও আধুনিক একটি সফটওয়ার হল অভ্র। বলা যায় "অল ইন ওয়ান" একটা প্যাকেজ। কিন্তু কপিরাইটজনিত জটিলতার জন্য অভ্রের সাথে আপনি বিজয় কিবোর্ড লেআউট পাবেন না। কিন্তু সেক্ষেত্রে আমার বানানো লেআউটটি ব্যবহার করে দেখতে পারেন। আমি হুবুহু বিজয়ের লেআউট ব্যবহার করেছি। কপিরাইট নিয়ে আপনার ভাবার দরকার নাই :p আপনি শুধু ইন্সটল করে নিন আর হুবুহু বিজয়ের সুবিধা নিন অভ্র থেকেই :) অভ্র ডাউনলোড করুন এখানেঃ (উইন্ডোজের জন্য)  www.omicronlab.com বিজয় লে আউট ডাউনলোড করুন এখানেঃ https://drive.google.com/file/d/0BxeHytCXatV0RXdPQXZ2c3NDN2c/edit?usp=sharing ইন্সটল করা খুবই সোজা। প্রথমে অভ্র ইন্সটল করুন। তারপর বিজয় লেআউটটি ডাবল ক্লিক করলেই ইন্সটল হবে। অভ্র রিস্টার্ট করে লেআউট মেনুতে বিজয় অপশন পেয়ে যাবেন :) কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন... :)